gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানি মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:২৯:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-28_66059fec4d3c4.jpg

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দারের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা হয়েছে। বুধবার তালবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
কামাল হোসেন মামলায় উল্লেখ করেছেন, তিনি কলেজের সভাপতি নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ কারণে এলাকাবাসীসহ অভিভাবক মহলে তার সুনাম বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে তিনি ইউনিয়নে ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন এ আশঙ্কায় চেয়ারম্যান তুহিন ও তার সহযোগী জিয়া হায়দার তার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হন। গত ২৪ মার্চ কামাল হোসেন ও কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেন হুমায়ুন কবির তুহিন। পরে তিনি নিজেই ওই মামলার ফটোকপি গ্রামের বিভিন্ন চায়ের দোকানে সরবরাহ করেন। এতে কামাল হোসেনের সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক অবস্থানের ব্যাপক ক্ষতি হয়। এ ক্ষতির পরিমান দুই কোটি টাকা। এ কারণে কামাল হোসেন আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও খবর

🔝