শিরোনাম |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে নিজ বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিও নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে থেকে উইন রোজারিওকে হত্যার সুষ্ঠ বিচার ও দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবাসীরা। যুক্তরাষ্ট্রস্থ প্রবাসী বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে পুলিশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বেঙ্গলী খ্রিস্টান অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রোজান রোজারিও বক্তব্য দেন। তিনি উইন রোজারিওকে পুলিশ কীভাবে হত্যা করেছেন তার বিস্তর ব্যাখা তুলে ধরেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পুলিশি হত্যাকাণ্ডের শিকার আরও কিছু মানুষের ছবিসহ ঘটনার কথা উল্লেখ করেন। তিনি উইন রোজারিও হত্যাকাণ্ডের জন্য পুলিশসহ নিউ ইয়র্ক সিটি মেয়রকেও দোষারোপ করেন।
এদিকে প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি কমিউনিটির বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ঘোষণা দেন। কবে হবে তা এখনও জানায়নি সোসাইটি।
গত ২৭ মার্চ নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের ওজোন পার্ক এলাকায় নিজ বাড়ির ভেতরে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। এ নিয়ে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।