gramerkagoj
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অভিযোগ অবশেষে ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার মহাসড়ক থেকে স্থানান্তর যশোরের বিএনপির ৩৫ মনোনয়ন প্রত্যাশী ঢাকায় আওয়ামী লীগ একটা মরা হাতি, যে ইচ্ছা লাথি দিতে পারে : হাসনাত মা' চলে গেছেন উপরে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের বেডে অর্থাভাবে মেয়েটির পঙ্গুত্ব বরনের উপক্রম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন ১০ লাখ টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু ফিফার আওয়ামী লীগ ও জাতীয় পার্টি গণতন্ত্রের পক্ষের দল নয় রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়ার মৃত্যুদণ্ড রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
স্থগিত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
প্রকাশ : শনিবার, ৩০ মার্চ , ২০২৪, ০৭:৪৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর , ২০২৫, ১১:৫০:২৬ এএম
ক্রীড় ডেস্ক:
GK_2024-03-30_6608187a797dd.jpg

আগামী জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল আফগানদের। সিরিজটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে কি কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে তা এখনো জানা যায়নি। সিরিজটি পরে হবে কিনা তা ও নিশ্চিত করা হয়নি।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিল মাসে দু’ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। টেস্ট সিরিজ বাদ দিয়ে এই সফরে শুধু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এবার আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই স্থগিত হয়ে গেলো।
চলতি বছর বাংলাদেশের ১২টি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। এর মধ্যে চারটি টেস্ট স্থগিত হলো। বাকি আছে আটটি টেস্ট।
আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে বাবর আজমদের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এরপর ভারতের বিপক্ষে দু’ম্যাচের সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা খেলবে দু’ম্যাচের টেস্ট সিরিজ। এরপর নভেম্বর মাসে বাংলাদেশ দল রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজে। নভেম্বর-ডিসেম্বর মাসের এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও খবর

🔝