gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ ডিসেম্বরে শেষ হবে ব্যাংক ও এসএমই খাতের সংস্কার আইনি প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ মাহমুদ সজীব : স্বরাষ্ট্র উপদেষ্টা আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিল ইরান চট্টগ্রামে একদিনে ৫ জনের করোনা শনাক্ত, জুনে আক্রান্ত ১৬৫ জন ৫ আগস্ট এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সারাদেশে সাধারণ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের শিকড় খুলনার পিঠাভোগ গ্রামে রাজধানীতে পাহাড়ি ফল মেলা শুরু : সুপ্রদীপ চাকমার উদ্বোধন চার দশকের দখলীয় জমি থেকে উচ্ছেদের শঙ্কায় বান্দরবানের ৯ কৃষি পরিবার পটুয়াখালীর কলাপাড়ার বহুল আলোচিত ডা. লেলিন অবশেষে বদলি
বসুন্ধরা কিংসের গোল উৎসব
প্রকাশ : শনিবার, ৩০ মার্চ , ২০২৪, ০৭:৪৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৭ জুন , ২০২৫, ১১:৫২:১৩ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-30_660819bea25c5.jpg

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শনিবার নিজেদের শততম ম্যাচে মাঠে নেমে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় দিয়েই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন অস্কার ব্রুজনের শিষ্যরা।
প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে রবসন-রাকিবরা। তারা ব্রাদার্সকে হারিয়েছে ৭-১ গোলে।
এবারের লিগে প্রথম দেখায় ব্রাদার্সকে ৫-২ গোলে হারিয়েছিল কিংস। এবার জয় পেল আরও বড় ব্যবধানে। কিংসের হয়ে জোড়া গোল করেছেন মিগেল দামাসেনা এবং এমফন উদোহ। সাদ, রবসন এবং সোহেল রানা করেন একটি করে গোল।
আগ্রাসী ফুটবলে ম্যাচের প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে কিংস। প্রথমার্ধে ৪-১ গোলে বিরতিতে যায় তারা। ম্যাচের ২০ মিনিটেই সাদের গোলে এগিয়ে যায় কিংস। মিগেল দামাসেনার লম্বা করে বাড়ানো বলে দারুণ ফিনশিংয়ে দলকে এগিয়ে দেন সাদ।
৩০ মিনিটে দুই ব্রাজিলিয়ানের রসায়নে ব্যবধান দ্বিগুণ করে কিংস। ৩৭ মিনিটে আবারও দুই ব্রাজিলিয়ানের ম্যাজিক। রিমনের কাটব্যাকে ডামি করে ব্রাদার্সের ডিফেন্ডারদের বোকা বানান রবসন।
বল পেয়ে গোল করতে ভুল করেননি মিগেল। ৪১ মিনিটে রবসনের পাস থেকে গোল করেন এমনফন উদোহ। প্রথমার্ধের যোগ করা সময়ে সুফিলের ক্রসে নিচু হেযে গোল করেন বাংলাদেশের এলিটা কিংসলে। ব্রাদার্সে যোগ দিয়ে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন এলিটা। বসুন্ধরা কিংসের দুই সাবেক ফুটবলার লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ ধারণ করে কিংস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সোহেল রানার গোলে ব্যবধান ৫-১ করে কিংস। এরপর ৫৮ এবং ৫৯ মিনিটে যথাক্রমে মিগেল এবং এমফনের গোলে বড় হারের লজ্জা পেতে হয় ব্রাদার্সকে।

আরও খবর

🔝