gramerkagoj
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরে সিমের মালিকানা পরিবর্তনের নামে ‘গলাকাটার’ অভিযোগ, ভোগান্তি চরমে গাইদগাছিতে এক বাড়িতে দুই দফা হামলা, ছিনতাই, মারপিট সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে বিএনপি’র দোয়া অনুষ্ঠিত যুবলীগের ব্যানার উদ্ধারের ঘটনায় বিপুল, হাজী সুমন, শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা তিনটি দলের চূড়ান্ত পর্যায়ে খেলা নিশ্চিত হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ তদন্ত প্রতিবেদন না পেয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা অপরিহার্য নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তলনের সরঞ্জাম আটক নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়, এটি অবৈধ ও অযৌক্তিক
কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত আরেক কৃষক মারা গেছে
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ , ২০২৪, ০২:১৩:০০ পিএম , আপডেট : বুধবার, ২৯ অক্টোবর , ২০২৫, ০৫:২২:২২ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-03-31_660908b2307d9.jpg

মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত আরেক কৃষক হারুণ ঢালী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৩০ মার্চ) রাত সারে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিবার (৩১ মার্চ) সকালে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।
নিহত হারুণ ঢালী কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে।
এর আগে বুধবার (২৭ মার্চ) দুপুরে কালকিনির নতুন চর দৌলতখান এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে বোমা বিস্ফোরণে আরেক কৃষক মোদাচ্ছের শিকদারের (৪৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত মোদাচ্ছের শিকদারের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মার্চ) দুপুরে মাদারীপুরের কালকিনির নতুন চর দৌলতখান এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে এক কৃষক মারা যায়। এই ঘটনায় হারুণ ঢালী ও দাদন ঢালী নামের আরো দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হারুণ ঢালী মারা যান। নিহতের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বোমার আঘাতের পোড়া চিহ্ন আছে।
নাম না প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, মাদারীপুরের কালকিনির নতুন চর দৌলতখান এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে বসে কয়েকজন যুবক বোমা বানাচ্ছিলো। সেই বোমা বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণে এর আগে বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের মোদাচ্ছের শিকদার নামের একজন মারা যান। এরপর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের হারুন ঢালী নামের আরোও একজন মারা গেছেন। হারুন ঢালীর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন।

আরও খবর

🔝