gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
চট্টগ্রাম টেস্টে কোণঠাসা বাংলাদেশ
প্রকাশ : সোমবার, ১ এপ্রিল , ২০২৪, ০৭:৫১:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৫:৩০:৫০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-01_660abc1f4958b.jpg

ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ সেশনে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। তারপরও সফরকারীরা এগিয়ে ৩৫৩ রানে। এক অর্থে চট্টগ্রাম টেস্টে কোণঠাসা বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। ব্যাট করতে নামে তারা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে টাইগার দুই পেসারে তোপের মুখে পড়েছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝড়িয়েছেন হাসান মাহমুদ। ৭৮ রানেই শ্রীলঙ্কা পাঁচ উইকেট হারায়। চারটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
তৃতীয় দিন শেষে লঙ্কানদের লিড ৪৫৫ রানের। ছয় উইকেটে ১০২ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৯ আর প্রভাত জয়সুরিয়া তিন রানে অপরাজিত আছেন।
লঙ্কান ওপেনার দিমুথ করুনারতেœকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। এরপর ওপেনার নিশান মাদুশকাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। তিনি করেন ৩৪ রান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে নয় রানে শাহাদাত হোসেনের তালুবন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে। তিনি করেন এক রান।
দিনের শেষ উইকেটটি শিকার খালেদ আহমেদের। কামিন্দু মেন্ডিসের ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।
এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড়ের জবাবে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জাকির হাসান ৫৪ আর মুমিনুল হক করেন ৩৩ রান।

আরও খবর

🔝