gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
gramerkagoj
ঢাকার ডেমরায় বাসের গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশ : সোমবার, ১ এপ্রিল , ২০২৪, ০৯:৫৫:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৪৮:৫৪ এএম
ঢাকা অফিস:
GK_2024-04-01_660adda8cf17b.jpg

রাজধানী ঢাকার ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে। এ খবরে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।
সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও খবর

🔝