gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
চট্টগ্রামে ডাস্টবিনে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ১২:০৪:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-04-02_660b99fcbc1ff.jpg

চট্টগ্রামে বিআরটিসি মোড়ে ডাস্টবিন থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে নগরের কোতোয়ালি থানার ফলমণ্ডি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির নাম সুখী। বয়স আনুমানিক পাঁচ থেকে সাত বছর বলে জানিয়েছে পুলিশ। এই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) অতনু চক্রবর্তী বলেন, ‘লাশের মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। শরীরেও জখমের চিহ্ন আছে। শ্বাসরোধ অথবা পয়জনিংয়ের মাধ্যমে খুন করা হতে পারে। যোনি ও পায়ুপথে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা কি না, সেটাও আমরা খতিয়ে দেখব।’
পুলিশ কর্মকর্তা অতনু জানান, ‘সুখী তার মায়ের সঙ্গে বাকলিয়া বৌবাজার এলাকায় থাকত। তার মা রাস্তা, ডাস্টবিনে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ কাজের সময় সুখীকে আন্দরকিল্লা এলাকায় পরিচিত ভ্রাম্যমাণ লোকজনের কাছে রেখে আসতেন মা। তার মা জানিয়েছে, রোববার রাতে তিনি বোতল কুড়াতে আসার সময় মেয়েকে আন্দরকিল্লা রেখে এসেছিলেন। পরে গিয়ে মেয়ের খোঁজ করে কোথাও পাননি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফলমন্ডি ১ নম্বর রোডের মাথার ডাস্টবিন থেকে একটি শিশুর লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

আরও খবর

🔝