gramerkagoj
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
gramerkagoj
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ০৯:২৫:০০ পিএম , আপডেট : বুধবার, ২৩ এপ্রিল , ২০২৫, ০২:৫৯:০২ পিএম
ঢাকা অফিস:
GK_2024-04-02_660c23b37f9f7.jpg

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শনিবার রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, রাতে হাসপাতালে নেওয়ার পরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেন।

আরও খবর

🔝