gramerkagoj
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির চারদিনব্যাপী কর্মসূচি শুরু খুলনায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃত্যু গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চবির ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০ মহেশপুরে ৩ ক্লিনিকে মোবাইল কোর্ট: জরিমানা ও সিলগালা কেশবপুরের তারেক সরদার হত্যা মামলায় তিনজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর যশোরে সোনা চোরাচালানকারী সন্দেহে একজন আটক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা রেলগেট পশ্চিমপাড়ার আলোচিত সাগরের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল
অমিতসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ১০:০২:০০ পিএম , আপডেট : রবিবার, ৩১ আগস্ট , ২০২৫, ০১:২৭:১৭ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-02_660c2c41b59f2.jpg

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিচারহীনতার সাংস্কৃতি চালু করেছে। সে কারণেই অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল নেতা-কর্মীকে কারারবণ করতে হয়েছে।
বক্তারা অবিলম্বে অনিন্দ্য ইসলাম অমিত, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় খুলনা বিভাগের সমগ্র জনগণকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে মুক্ত করার হুশিয়ারি দেন বক্তারা।
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহামঃ ইসহক, গোলাম রেজা দুলু, আবু মুছা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

আরও খবর

🔝