gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক

❒ আইনজীবী কালি দাস মন্ডলের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স

শাহীনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ১০:০৯:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০২:০২:১৮ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-02_660c2e0b05b17.jpg

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য কালি দাস মন্ডলের মৃত্যুতে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপত্বিতে এ ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
দুপুরে যশোর আইনজীবী সমিতির সদস্য কালি দাস মন্ডলের স্মরনে শোক সভা সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। একই দিন সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমিতির ২ নম্বর ভবন মিলনায়তনে আয়োজিত এ দোয়া ও ইফতার মহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, এনামুল হক, মোহাম্মদ ইসহক, মোজাফর হোসেন মোহন, গাজী এনামুল হক, রফিকুল ইসলাম পিটু, বীরমুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, জাফর সাদিক, মাহাবুব আলম বাচ্চু, আবুল হোসেন, আবু বক্কার সিদ্দিকী, মশিয়ার রহমান, রফিকুল ইসলাম, গোলাম রহমান, সাইফুল করিম মুকুল, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, জুলফিকার আলী জুলু, নসির আলম, আবুল কায়েস, হাজী আনিসুর রহমান মুকুল, সৈয়দ কবির হোসেন জনী, হাদিউজ্জামান সোহাদ, ইমদাদুল হক ইমদাদ, আসাদুজ্জামান আসাদ, তারিক এনাম অনিক, রেজাউর রহমান রাজু, আরিফ শাহারিয়ার প্রমুখ।
আইনজীবী সমিতি ও সদস্যদের উদ্যোগে সদস্য সৈয়দ কবির হোসেন জনির তত্বাবধায়নে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সদস্য কালি দাস মন্ডলের স্মরনে শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, এম ইদ্রিস আলী, সামছুর রহমান ১, রফিকুল ইসলাম পিটু, কাজী ফরিদুল ইসলাম, ইমামুল হাসান, এমএ গফুর, আবু বকর সিদ্দিকী, শরিফ নূর মোহাম্মদ আলী রেজা, আমিনুর রহমান হীরু, সোহেল শামীম, মোস্তাফিজুর রহমান মুকুল, আবুল কায়েস, স্বপন ভদ্র, বদরুজ্জামান পলাশ, খালেদ হাসান জিউস, হাদিউজ্জামান সোহাগ, মাহমুদা খানম, সৈয়দ কবির হোসেন জনী প্রমুখ।
সভা পরিচালন করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু। সভায় বক্তরা প্রায়ত কালি পদ মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, কালি পদ মন্ডল সোমবার দিবাগত রাতে মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে মৃত্যু বরণ করেন। তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালতে এপিপি হিসেবে কর্মরত ছিলেন।

আরও খবর

🔝