শিরোনাম |
দীর্ঘ এক যুগ পর যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও নওয়াপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তিনটি ইউনিট একসাথে শহরে আনন্দ মিছিল করেছে। নতুন নেতৃত্বকে বরণ করে নিয়েছেন সাধারণ সদস্যরা। মঙ্গলবার সকালে আনন্দ মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। শেষে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দ।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সোমবার গভীর রাতে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম প্রকাশিত হয়। ঘোষণা অনুযায়ী সংগঠনের অভয়নগর উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন সাব্বির আহম্মেদ শান্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোসাদ্দেক হায়াত রুম্মান। এছাড়া, কমিটিতে সহ-সভাপতি পদে ১৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আটজন, সাংগঠনিক সম্পাদক পদে আটজনের নাম ঘোষণা করা হয়েছে।
নওয়াপাড়া পৌর কমিটিতে আবিদ আলম সাজিদ সভাপতি এবং সাকিবুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া, এই কমিটিতে সহ-সভাপতি পদে ১৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আটজন, সাংগঠনিক সম্পাদক পদে আটজনের নাম ঘোষণা করা হয়েছে।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক হয়েছেন আব্দুল্লাহ আল নোমান সরদার। এ কমিটিতে পাঁচজন যুগ্ম আহ্বায়ক এবং ২১জনকে সদস্য করা হয়েছে।
দীর্ঘ দুই যুগ পর ছাত্রলীগের তিন ইউনিটের কমিটি একসাথে হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।