শিরোনাম |
তুরস্কের একটি নাইটক্লাবে সংস্কারকাজ চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
মঙ্গলবার ইস্তাম্বুল গভর্নরশিপ একটি অফিসিয়াল বিবৃতিতে ঘোষণা করেছে, শহরের বেসিকতাস জেলায় একটি ১৬ তলা ভবনের বেজমেন্টের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন লেগে নাইটক্লাবে নির্মাণ শ্রমিকদের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে সংস্কার কাজ করা সময়ই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের খবর পাওযার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। ৩১টি গাড়ি ও ৮৬ জন কর্মী নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দমকলকর্মী, মেডিকেল টিম এবং পুলিশ ঘটনাস্থলে এখনো কাজ করছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।