gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পিরোজপুরে কালবৈশাখী ঝড়, মৃত্যু ১, আহত ২০
প্রকাশ : রবিবার, ৭ এপ্রিল , ২০২৪, ০২:০৩:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
পিরোজপুর প্রতিনিধি:
GK_2024-04-07_66124ac766f25.jpg

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আজ রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঝড় শুরু হয়।
ঘূর্ণিঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ঝড়ে গাছ পড়ে রুবি বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া মেহজাবীন নামে ওই নারীর ৬ বছরের মেয়েসহ ২০ জন আহত হয়েছেন।
আধাঘণ্টা ব্যাপী এই মৌসুমি ঝড়ে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছপালা পড়ে থাকায় বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। মৃত রুবি বেগম পিরোজপুর পৌরসভার হুলারহাট এলাকার মিরাজ সরদারের স্ত্রী।
জানা যায়, ঝড়ে গাছের নিচে চাপা পড়া ওই নারীকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, ঝড়ের পর রুবি বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই নারীর মেয়েও আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঝড়ে এখন পর্যন্ত আহত ১৫ থেকে ১৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও খবর

🔝