gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন দগ্ধ
প্রকাশ : শুক্রবার, ১২ এপ্রিল , ২০২৪, ০২:২৭:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-04-12_6618e42d75c5e.jpg

রাজধানীর মিরপুর ১৩ নম্বর ভাসানটেকের একটি বাসায় মশার কয়েল ধরাতেই সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার ভোরে ভাষানটেকের ১৩ নম্বর নতুন বাজার কালভাট রোডের ওই বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মেহেরুননেছা (৬৫), তার মেয়ে সূর্য বানু (৪০), মেয়ের স্বামী মো. লিটন (৫২) এবং লিটন ও সূর্য বানুর তিন সন্তান লিজা (১৮), সুজন (৮) ও লামিয়া (৭)।
তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত হোসেন বলেন, পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসার নিচতলার এ ঘটনা ঘটে। ওই বাসার নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন ফার্নিচার ব্যবসায়ী লিটন মিয়া। ভোর রাত ৪টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের সবার অবস্থা সংকটজনক। তাদের মধ্যে সূর্য বানুর ৮২ শতাংশ, লিটন ৬৭ শতাংশ. লামিয়া ৫৫ শতাংশ, মেহরুন্নেসা ৪৭ শতাংশ, সুজন ৪৩ শতাংশ ও লিজার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও খবর

🔝