gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বরগুনায় তিন দিন চলবে বৈশাখী মেলা
প্রকাশ : রবিবার, ১৪ এপ্রিল , ২০২৪, ০২:৫৮:০০ পিএম
বরগুনা সংবাদদাতা:
GK_2024-04-14_661b8702509e7.jpg

প্রভাতী অনুষ্ঠানের গান, নৃত্য ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা নববর্ষের আয়োজন। আজ রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনার শিমুল তলা মঞ্চে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
গত কয়েক বছর ধরে মহামারি করোনা ও রমজানের পবিত্রতা রক্ষায় ছোট পরিসরে বরগুনায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তবে এ বছর সকলের অংশগ্রহণে পূর্ণাঙ্গভাবে পালন করা হয় বর্ষবরণ উৎসব। সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী চলবে বৈশাখী মেলা। এছাড়াও আরও থাকবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, লোক সংগীত, হাডুডু খেলা ঘুড়ি উড়ানো ও নীল নৃত্যসহ বাঙালির ঐতিহ্যের নানা আয়োজন।
বর্ষবরণ অনুষ্ঠানে বরগুনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমি, জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদারসহ সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ ও বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, নতুন বছর সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে। সম্রাট আকবর ফসলের বর্ষ গণনার জন্য যে বাংলা সনের সূচনা করেছিলেন তা কালের পরিক্রমায় সার্বজনীন বাঙালির উৎসেব পরিণত হয়েছে। অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে বাংলা বর্ষবরণের মধ্য দিয়ে আমরা নতুনভাবে এগিয়ে যাব।

আরও খবর

🔝