gramerkagoj
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইসরায়েলে ইরানের হামলার পর কমল জ্বালানি তেলের দাম
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ০৫:১৯:০০ পিএম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৫:০৪:৩৭ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-15_661cee7f9e11b.jpg

সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার শংকা ছিল সবার। কিন্তু বাস্তবে ঘটেছে বিপরীত ঘটনা। কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
সোমবার (১৫ এপ্রিল) সকালে এশিয়ান ট্রেডে জ্বালানি তেলের মূল্য কমার প্রবণতাই দেখা গেছে। নেমে এসেছে প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে। সোমবার পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এ খবর জানিয়েছে।
গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে তেলে দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ দশমিক ১৮ ডলার পর্যন্ত হয়েছিল। তবে ইরানের হামলার পর থেকে কমতে থাকা তেলের দাম। সোমবার সকালে আরও ২০ থেকে ৩০ সেন্ট কমেছে।
সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮৯.৫৬ ডলারে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৯৫ সেন্ট কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮৪.৭১ ডলারে।
তেল উৎপাদনের ক্ষেত্রে ওপেকভূক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ এবং বিশ্বের মধ্যে সপ্তম। বর্তমানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে দেশটি। ইসরায়েলে হামলার পর থেকে পাল্টা হামলার শঙ্কায় রয়েছে ইরান। সে আঘাত ইরানের তেলক্ষেত্রের ওপরও হতে পারে। এসব বিবেচনায় তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলে দাম বাড়া-কমার ক্ষেত্রে হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের ২০ শতাংশ তেলবাহী জাহাজ এই সমুদ্রপথ দিয়েই চলাচল করে। ওমান ও ইরানের মধ্যেকার সংবেদনশীল এই সমুদ্রপথটি শান্তিপূর্ণ থাকলে কমে যায় তেলের দাম।
তবে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা করে সেক্ষেত্রে এই প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। যার সরাসরি প্রভাব পড়বে তেলের দামের ওপর।

আরও খবর

🔝