gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৮:১৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fda17e5c88.jpg

যশোরে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আবুল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ নভেম্বর র‌্যাব-৬ যশোরের সদস্যরা খবর পায় আবুল হোসেন নিজ বাড়িতে ফেনসিডিল নিয়ে অবস্থান করছেন। ওই ফেনসিডিল প্রকাশ্যে তিনি বিক্রি করছেন এমন খবরের প্রেক্ষিতে র‌্যাবের একটি টিম রাত ৮টার পর আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের খাটের নীচ থেকে ১শ’ ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি নকিবুল আলম বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। বুধবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক আবুল হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আবুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন আদালত।

আরও খবর

🔝