gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ১৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাকিতে ফল নিয়ে টাকা পরিশোধ না করায় ৬জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৯:৪০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-19_662290922278c.jpg

বাকিতে সাড়ে ১৫ লাখ টাকার ফল নিয়ে তা পরিশোধ না করে উল্টো হুমকি দেয়ার অভিযোগে ৬ জন খুচরা ফল ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের মালিক আবুল বাশার এ মামলাটি করেছেন।
আসমিরা হলেন শহরের দড়াটানা ব্রিজের পাশের ফল ব্যবসায়ী সোহেল রানা, আব্দুল মান্নান, জামরুলতলা শেখহাটি এলাকার আমিনুর, সিটি কলেজ বৌবাজার এলাকার জিহাদ, মনির হোসেন এবং মণিরামপুরের রাজগঞ্জ বাজারের বিশ্বজিৎ ওরফে বিশু।
আবুল বাশার এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা বিভিন্ন সময় তার দোকান থেকে বাকিতে ফল কেনেন। কিন্তু টাকা পরিশোধ করেননি। এরমধ্যে সোহেল রানা দুই লাখ ৫২ হাজার ৩শ’ টাকা, আব্দুল মান্নান তিন লাখ ৭৩ হাজার ৫শ’ টাকা, আমিনুর দুই লাখ ৮৯ হাজার ২শ’ টাকা, মনির ও জিহাদের কাছে মোট দুই লাখ ১০ হাজার ৫শ’ টাকা এবং বিশ্বজিদের কাছে চার লাখ ৪২ হাজার টাকা পাওনা রয়েছে। সব মিলিয়ে তাদের কাছে ১৫ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা পাওনা রয়েছে।
দীর্ঘদিন ধরে পরিশোধের কথা বললেও তারা টাকা পরিশোধ করেন না। বরং ঘুরাতে থাকেন। গত ১৫ এপ্রিল রাত ৯টার দিকে তিনি সোহেল রানার কাছে গিয়ে টাকা পরিশোধের তাগাদা দেন। কিন্তু টাকা না দিয়ে উল্টো হুমকি দেয়া হয় তাকে। ফলে তার ধারণা আসামিরা পরস্পর যোগসাজসে তার কাছ থেকে বাকিতে ফল নিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন।

 

আরও খবর

🔝