gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোরে ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

স্কুল ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১০:২৭:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৪:১৫:৩৬ পিএম
এম. আইউব:
GK_2024-04-21_66249a6f1031e.webp

‘অনেক টেনশনে ছিলাম। এই গরমে মেয়েকে কীভাবে স্কুলে পাঠাবো তাই ভাবছিলাম। স্কুলে যাওয়ার পর গরমে কোনো সমস্যা হয় কিনা সেটিই ছিল চিন্তা। কিন্তু সেই চিন্তা দূর হয়েছে স্কুলের ছুটি বৃদ্ধি করায়।’ এমন কথা বলছিলেন যশোর সেক্রেড হার্ট স্কুলের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মা রাবেয়া খাতুন। প্রচন্ড তাপদাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি করায় লাখ লাখ অভিভাবক সন্তোষ প্রকাশ করেছেন। খুশি শিক্ষার্থীরাও। কোনো কোনো অভিভাবক ছুটির খবর শোনার সাথে সাথে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।
যশোরসহ সারাদেশে হিট অ্যালার্টের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আজ ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার, হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পৃথক আদেশে এই ছুটি দিয়েছে।
রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ বেশকিছু ছুটি সমন্বয় করে গত ২৬ মার্চ থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি শুরু হয়েছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকলেও শুক্র ও শনিবার বন্ধের দিন হওয়ায় আজ ২১ এপ্রিল খোলার কথা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরই মধ্যে তাপদাহের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি বা উন্নতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল।
তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা আলোচনা হয় গত দু’দিন ধরেই। অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জোর দাবি তোলেন। তাদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিয়েছেন।
এ বিষয়ে যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন, ‘আমরা ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পত্র পেয়েছি। সেই অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি অবগত করানো হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, ‘স্কুল ছুটি বৃদ্ধি পেয়েছে। ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ এপ্রিল খুলবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।’
যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেন আগুন ধরেছে। তাপমাত্রাতো কমছে না, বরং প্রতিদিনই বাড়ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে। কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চল না, গোটা দেশে তিনদিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক শুক্রবার এক সতর্কবার্তায় জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ ১৯ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র তাপের কারণে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ রোববার সকাল থেকে সোমবার ২২ এপ্রিল সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, যশোরে শনিবার ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও খবর

🔝