gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ দেশে ১৬০টি উপজেলা পরিষদ নির্বাচন

দ্বিতীয় ধাপের ভোটে চেয়াম্যান প্রার্থী ৭৩০
প্রকাশ : রবিবার, ২১ এপ্রিল , ২০২৪, ০৯:৪৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৪:১৫:৩৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-21_662538283e7a8.jpg

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী হতে ৭৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একইসাথে ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন প্রার্থী হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলা পরিষদের ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন মোট ২ হাজার ১৫৫ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এ ভোটে ৯টি জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার। বাকি জেলাগুলোতে ভোট হবে স্বচ্ছ ব্যালটে।

 

আরও খবর

🔝