gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরসহ দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ১২:৫০:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-04-22_662608c504b7c.jpg

তীব্র গরমে পুড়ছে মানুষ, পুড়ছে প্রাণ-প্রকৃতি। বিপর্যস্ত দেশের বিভিন্ন এলাকা। যশোর, চুয়াডাঙ্গা ও ঢাকাসহ প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত দেশের বিভিন্ন এলাকা। এ পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এ পরিস্থিতিতে দিনের বেলা প্রখর রোদে মানুষকে সতর্ক অবস্থায় চলাচল করতে আবহাওয়া অধিদপ্তর যশোর ও চুয়াঙ্গাসহ বিভিন্ন জেলায় ফের ৭২ ঘন্টা বা তিনদিনের হিট এলার্ট জারি করেছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।
এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়।
হিট অ্যালার্ট কী?
হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার শঙ্কাও তৈরি হয়। এছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হতে পারে মৃত্যুর কারণ। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যেই হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদপ্তর।

আরও খবর

🔝