gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ সোমবার হিট এলার্ট বাড়ানো হয়েছে আরও তিনদিন

যশোরের তাপমাত্রা ৪০.২, সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৪২.২
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০১:১৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৩ মে , ২০২৪, ০৪:১৫:৩৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-22_66260ebf4c356.jpg

যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী এবং টাঙ্গাইল জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সোমবার যশোরের তাপমাত্রা উল্লেখ করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ জেলা এবং পাবনার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য জেলা এবং রংপুর, বরিশাল ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ কারণে সোমবার যশোরসহ দেশব্যাপী ফের তিনদিনের হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অতিমাত্রায় অস্বস্তি হচ্ছে। তিনে বলেন, সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে বলে তিনি জানান।
যশোর জেলায় গত ২০ এপ্রিল শনিবার দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিলো দেশের ইতিহাসে সর্বশেষ দশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, তীব্র তাপদাহের কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। মানুষ একটু স্বস্তির জন্যে হাহাকার করছেন। রাস্তাঘাটে অতিপ্রয়োজন ছাড়া কোনো মানুষ বের হচ্ছেন না। শ্রমজীবী মানুষের অবস্থা খুবই করুণ। রাস্তায় রিকশা-ইজিবাইক, ঠেলাগাড়ি, ভ্যানরিকশা নিয়ে যারা বের হয়েছেন, তারা ঘেমেনেয়ে একাকার হয়ে উঠেছেন। রাস্তার তাপে যেনো পুড়ে যাচ্ছেন ফুটপাথের ব্যবসায়ীরা। সামান্য পরিশ্রমের পরই বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন এসব পেশার মানুষ। এতে তাদের রোজগারও যাচ্ছে কমে।
পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের ছুটি শেষে স্কুল-কলেজগুলো খুলে যাওয়ার কথা ছিলো গত ২১ এপ্রিল রোববার। কিন্তু তাপপ্রবাহ তীব্র থেতে তীব্রতর হওয়ার কারণে সেই ছুটি আরও সাতদিন বৃদ্ধি করা হয়েছে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।

আরও খবর

🔝