gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে শ্রমজীবী দিনমজুরদের মাঝে পানি স্যালাইন বিতরণ
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৬:৫২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-22_66265e333801a.jpeg

যশোরে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত যশোরে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছে এক দল যুবক।
সোমবার দুপুরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঐক্য বন্ধন।
এ সময় উপস্থিত ছিলে ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য আশিকুজ্জামান, রাছেল, ফরহাদ, রাজ, শাহেদ, নিয়ামুল প্রমুখ।
ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ঐক্য-বন্ধন যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

 

আরও খবর

🔝