gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

কেশবপুরে প্রতিদিন গড়ে ৮০ রোগী চিকিৎসা নিচ্ছে
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৯:১১:০০ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর):
GK_2024-04-22_66267e7d3d36d.jpg

যশোরের কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় হাসপাতালসহ পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে অসুস্থরা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। ৫০ শয্যা বিশিষ্ট কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিনদিনে গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া, সোমবার বর্হিবিভাগে ৪০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর।
হাসপাতাল থেকে জানানো হয়েছে, তীব্র গরমের কারণে শিশুদের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা বিভিন্ন বয়সী রোগী শারীরিক দুর্বলতাসহ পেটের পীড়ায় ভুগছেন। হাসপাতালের পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে পল্লী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ।
হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার মধ্যকুল গ্রামের মুদি দোকানি বাবুল হোসেন বলেন, ‘গরমের ভেতর দোকানে কাজ করার সময় গা ঘেমে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ি। গত দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি’। একই গ্রামের বাসিন্দা মরিয়াম বেগম বলেন, তার পোতা ছেলের (ছেলের ছেলে) গরমে ঘেমে ঠান্ডা লেগে জ্বর ও সর্দি-কাশি হয়েছে। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানো হচ্ছে।
পৌর শহরের মুক্তি ফার্মেসির চিকিৎসক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, সোমবার ১০ থেকে ১২ জন শিশুকে জ্বর, সর্দি ও কাশির জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা থাকা শিশুদের নেবুলাইজার দেয়া হচ্ছে। গরমের কারণে শিশুদের ভেতর এ রোগগুলো বেশি দেখা দিচ্ছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর বলেন, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে গত তিনদিনে গড়ে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সোমবার বর্হিবিভাগে ৪০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, অতিরিক্ত গরমের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে রোগীদের সেবা প্রদানে কোন সমস্যা হচ্ছে না।

আরও খবর

🔝