gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার ফল বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৯:১৩:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-04-22_66267ec854adc.jpg

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নড়াইল সিভিল সার্জন অফিসে বিভিন্ন পদে নিয়োগের লিখিত ফলাফল বাতিল ও পুণরায় নিয়োগ পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ নিয়োগ পরীক্ষার্থীদের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ চাকরি প্রত্যাশাীরা। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল নড়াইল সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী, কোল্ড চেইন টেকনিশিয়ান, স্টোর কিপার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের দিন ২০ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ত্রুটি থাকায় সংশোধিত ফলাফল ২১ এপ্রিল সিভিল সার্জনের ফেসবুক পেজে আপলোড করা হয়।

 

 

আরও খবর

🔝