gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের প্রস্তুতি দল ঘোষণা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৭:২৬:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-23_6627b74ce59e4.JPG

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটার।
ক্যাম্পের জন্য ঘোষিত এই দলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। জানা গেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে পারেন। তারপর যুক্ত হবেন দলের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকা চারজন নেই প্রস্তুতি ক্যাম্পে। তারা হলেন নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ের ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩৪ জন ক্রিকেটার। ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে ১৭ জন ক্রিকেটার প্রস্তুত হবে।
সিরিজের প্রথম তিনটি টি-২০ ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দু’টি ম্যাচ।
অনুশীলন ক্যাম্পের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

আরও খবর

🔝