gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চাকরির প্রলোভনে মালয়েশিয়া পাচার ঝিনাইদহে মানব পাচারকারী আটক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১০:১৯:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-23_6627dfcd9bcc6.jpg

চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের দায়ে একজনকে আটক করেছেন র‌্যাব ৬ ঝিনাইদহের সদস্যরা। আটক ইসলাম (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
আটকের পর ইসলাম ওই পাচার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার পর র‌্যাব ৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব ৬ জানিয়েছে, আটক ইসলাম ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঝিনাইদহের একজন নারীকে পাঁচ লাখ টাকা নিয়ে মালয়েশিয়ায় পাঠান। কিন্তু, তাকে চাকরির ভিসা না দিয়ে তিন মাসের ভ্রমণ ভিসায় মালয়েশিয়া পাঠনো হয়। সেখানে পৌঁছানোর পর অন্য পাচারকারীরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে নানা নির্যাতন করে। এক পর্যায়ে তারা আরও এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি জানার পর এলাকাবাসী ইসলামের বাড়িতে যান। তারা যে কোনো মূল্যে সার্ভাইভারকে উদ্ধার করে দেশে ফেরৎ পাঠানোর চাপ সৃষ্টি করেন। বাধ্য হয়ে ইসলাম তার সহযোগীদের বিষয়টি জানালে তারা ওই নারীকে চোখ বেঁধে মালয়েশিয়ার এক রাস্তার পাশে রেখে যায়। তিনি পরবর্তীতে অন্যের সহায়তায় চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন।
প্রসঙ্গত, মালয়েশিয়া যাওয়ার জন্যে ইসলামকে টাকা দেয়ার সময় এলাকার কিছু মানুষকে স্বাক্ষী রেখেছিলেন ওই নারী। দেশে ফিরে তিনি স্বাক্ষীদেরকে নিয়ে ইসলামের কাছে যেয়ে টাকা ফেরৎ দাবি করেন। ইসলাম টাকা না দিয়ে উল্টো তাকে হুমকি দিতে থাকেন। বাধ্য হয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার সূত্র ধরে র‌্যাব ৬ এর সদস্যরা ২২ এপ্রিল সোমবার দুপুরে জানতে পারেন পাচারকারী ইসলাম ঝিনাইদহ চাকলাপাড়ার একটি বাড়িতে অবস্থান করছেন। তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসলামকে আটক করেন। ইসলাম পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

🔝