gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
র‌্যাব পরিচয়ে অর্ধলাখ টাকার সোনার গহনা নিয়ে চম্পট
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১০:২৯:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-23_6627e1fd642da.jpg

যশোরে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে অর্ধলাখ টাকা মূল্যের ২টি সোনার আংটি নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টায়। এ ঘটনায় অঙ্গন জুয়েলার্সের মালিক বিধান চন্দ্র অধিকারী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অঙ্গন জুয়েলার্সের মালিক বিধান চন্দ্র অধিকারী জানিয়েছেন, এক ব্যক্তি তার দোকানে এসে ম্যানেজার সৌরভ মোদকের কাছে নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মাসুদ হিসেবে পরিচয় দেন। এ তিনি বাড়িতে ছিলেন। দোকানে আসার পর ওই ব্যক্তি ম্যানেজারকে জানান যে, তিনি মালিক বিধানের সাথে কথা বলবেন। তখন ম্যানেজার সৌরভ মোদক মোবাইল ফোনে কল দিয়ে তার সাথে ওই ব্যক্তির কথা বলিয়ে দেন। এসময় মাসুদ নামের ওই ব্যক্তিকে আংটি দেখতে বলেন এবং তিনি দোকানে আসছেন বলে জানান। এরই মধ্যে দোকান মালিক তার পরিচিত এমন কথা বলে এবং নিজের কাছে থাকা একটি ওয়াকিটকি দেখিয়ে ম্যানেজার সৌরভ মোদককে বিভ্রান্ত করে ৫২ হাজার টাকা মূল্যের সোনার ২টি আংটি হাতিয়ে নিয়ে চম্পট দেন। পরে বিষয়টি ম্যানেজার সৌরভ মোদকের কাছ থেকে জানতে পারেন বিধান চন্দ্র অধিকারী। সেই মাসুদকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করেন।

 

আরও খবর

🔝