gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুববকে কুপিয়ে হত্যা
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ১২:২৯:০০ পিএম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-04-24_6628a6c1dcc48.jpg

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা যুবকের নাম সৈয়দুল আমিন (৪৫)। তিনি ২ নং ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ডব্লিউ-এর ডি ব্লকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
তিনি জানান, সৈয়দুল আমিন নামের এক রোহিঙ্গা যুবক বাড়ি ফেরার পথে ২ ক্যাম্পের ডব্লিউ-এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে গতিরোধ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরো জানান, কী কারণে এ খুনের ঘটনা পুলিশ তা নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝