gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুয়াডাঙ্গাবাসী অবশেষে বৃষ্টির দেখা পেলেন
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০১:১২:০০ পিএম , আপডেট : রবিবার, ৫ মে , ২০২৪, ১১:০৬:৫৪ এ এম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-04-24_6628aa18e46a8.jpg

তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী অবশেষে বৃষ্টির দেখা পেলেন। সূর্যের প্রখরতায় মানুষ ছিল খুবই অসহায়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের টাউন ফুটবল মাঠে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণের আশায় আল্লাহর কাছে পানাহ চেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করেছিলেন। মুসল্লিরা চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি কামনা করেন। এরপর রাতে কোনো পূর্বাভাস ছাড়াই বৃষ্টি পড়তে দেখা যায়। রাত ১টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কোনো পূর্বাভাস ছাড়াই মধ্যরাতে ২৫ মিনিট ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মূলত ভারতে মেদিনিপুরে বৃষ্টি হবার কথা ছিল। মেঘটি জেলার ওপর দিয়ে যাওয়ার সময় বৃষ্টি হয়ে ঝড়েছে এবং ছোটখাটো কালবৈশাখী ঝড়ও হয়েছে। অন্য কোনো জেলায় বৃষ্টি হয়নি। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আরও খবর

🔝