gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও শেয়ার করা যাবে!
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০২:৪৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-04-24_6628c013b1b39.jpg

তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। শুধু চ্যাট নয়, ছবি, ভিডিও, বড় বড় ফাইল শেয়ার করেন নিয়মিত হোয়াটসঅ্যাপ। এখন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে নানা সময় নানা ধরনের আপডেট আসতেই থাকে।
জানা গেছে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট ছাড়াই নাকি চলবে হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সংযোগ ছাড়াই খুব সহজে একে অপরের সঙ্গে ফাইল শেয়ারিং করা যাবে হোয়াটসঅ্যাপে। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, ছবি, ভিডিও, গান, অডিও ইত্যাদি পাঠানোর জন্য আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
হোয়াটসঅ্যাপ বিটাইনফো জানিয়েছে, এই ফিচার্সের উপর হোয়াটসঅ্যাপ সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই ফাইল শেয়ার করতে পারেন। এমনকি এই শেয়ার করা ফাইল এনক্রিপ্টও করা থাকবে যেন অন্য কেউ এই ফাইল দেখতে বা অ্যাক্সেস করতে না পারে।
হোয়াটসঅ্যাপ বিটা কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে যেখানে বোঝা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এই ইন্টারনেট ছাড়া ফাইল পাঠানোর জন্য অনুমোদন দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে কাছাকাছি ফোনগুলো খুঁজে বের করা। তবে ঠিক কবে থেকে এই ফিচারটি ব্যবহার করা যাবে বা উপলব্ধ হবে তা এখন পর্যন্ত জানায়নি হোয়াটসঅ্যাপ। যেহেতু বিটা ভার্সনে এই ফিচারের কাজ চলছে তাই ধরে নেওয়া যায় শিগগির ফিচারটি সবার জন্য উপলব্ধ হবে।
দেখে নিন কীভাবে ইন্টারনেট ছাড়া ছবি-ফাইল শেয়ার করতে পারবেন-
অফলাইন শেয়ারিং করা যাবে
অফলাইন শেয়ারিংয়ের জন্য এই নিকটবর্তী ফোন খুঁজে বের করা খুবই জরুরি ফিচার। এই ফিচার আসলে অ্যান্ড্রয়েডগুলোকে ব্লুটুথের মাধ্যমে স্থানীয় ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিং করতে সাহায্য করে। ব্লুটুথ স্ক্যান করেই করা হবে ফাইল শেয়ারিং, পাঠান যাবে ছবি, ভিডিও, অডিও ইত্যাদি। তবে ব্যবহারকারীরা চাইলে এই ফিচারটি বন্ধও করে দিতে পারেন।
শেয়ারিং হবে ব্লুটুথের মাধ্যমে
কাছাকাছি ডিভাইসগুলো খুঁজে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সিস্টেম ফাইল ও ফটো গ্যালারির অ্যাক্সেস নেওয়ার অনুমতিও চাইবে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে ফাইল শেয়ারিংয়ের সময় কাছাকাছি ডিভাইস আছে কি না তা দেখার জন্য জিপিএস লোকেশন চালু রাখতে হবে ফোনে। শেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত এমনটাই দাবি করছে হোয়াটসঅ্যাপ।
পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং
শেয়ারইটের মতো অ্যাপগুলো যেভাবে ফোনের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং করতে পারে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অনেকটা একইরকম। এই অ্যাপগুলো যেমন ব্যবহারকারীর সেলুলার ডাটা বা ওয়াইফাই ডাটা ছাড়াই ফাইল শেয়ারিংয়ে সাহায্য করে, সেভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও খবর

🔝