gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫

❒ চ্যাম্পিয়ন্স ট্রফি

হাইব্রিড মডেলে খেলতে চায় ভারত
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৬:৫৪:০০ পিএম , আপডেট : শনিবার, ১৮ মে , ২০২৪, ০৪:১৬:৩০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-24_66290153d4be1.jpg

পাকিস্তানের মাটিতে ভারতকে ক্রিকেট খেলাতে পিসিবির নানা উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। সর্বশেষ রোহিত শর্মা ও বিরাট কোহলিদের পাকিস্তানে খেলা স্বাভাবিক করে তুলতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তাতেও সায় দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যেতে চায় না ভারতীয়রা। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসির এই বড় আসরও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর জন্য ভেন্যু পরিবর্তন করতে বলছে বিসিসিআই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে চায় ভারত। তার মানে হলো, ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের দাবি করছে বিসিসিআই।
বিসিসিআই সূত্রের বরাতে আইএএনএস বলছে, দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও পাকিস্তানে যাবে না। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা রয়েছে।
বিসিসিআই আরও বলছে, ভারতীয় বোর্ডের পাকিস্তান ভ্রমণের জন্য সরকারের কাছ থেকে অনুমতি লাগবে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির আয়োজন হওয়া সত্ত্বেও ভারতের অংশগ্রহণ সরকারি নির্দেশের উপর নির্ভর করে, এমনটি জানিয়ে বিসিসিআই বলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট। তাই এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের নির্দেশ কিংবা সংকেত ছাড়া কিছুই করার নেই।
ভারত ২০১২-১৩ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তানে। এরপর ভারত ও পাকিসন্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায়নি। গত বছর এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও, সেখানে খেলতে যায়নি ভারত। তাদের ম্যাচগুলো হয়েছিল লঙ্কার মাটিতে।

আরও খবর

🔝