gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরে ভূমি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় সেই মাহবুরসহ দু’জন আটক
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৮:৪৩:০০ পিএম
স্টাফ রিপোর্টাস, মণিরামপুর (যশোর):
GK_2024-04-24_66291abde3fbe.jpg

যশোরের মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোশাররফ হোসেনকে মারপিট করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুরসহ দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি এবি এম মেহেদী মাসুদ জানিয়েছেন।
আটক অন্যজন হলেন হোগলাডাঙ্গা গ্রামের আসাদুজ্জামান আসাদ (৪৮)। এরআগে সোমবার রাতে নায়েব মোশাররফ হোসেন মাহাবুরসহ তিনজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ও সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন জানান, সোমবার রাতে নায়েব মোশাররফ হোসেন তিনজনকে আসামি করে মামলা দিয়েছেন। অভিযুক্ত মাহাবুর ও আসাদকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে চালান দেয়া হয়েছে।
মোশাররফ হোসেন বলেন, ‘হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাস জমি আছে। সম্প্রতি বাজারের ইজারা হয়েছে। ওই জমির পাশে ব্যক্তিমালিকানায় জমি রয়েছে। কয়েক দিন আগে আমি ঘুরে এসে এসিল্যান্ড স্যারের কাছে জমির পরিমাণ উল্লেখ করে প্রতিবেদন দিয়েছি। ঘটনার দিন সকালে কানুনগো আকরাম হোসেন হোগলাডাঙ্গা বাজারে সরকারি জমি মাপতে যান। কানুনগোকে সহায়তা করতে সেখানে আমি গিয়েছিলাম। বেলা ১টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হই। তখন মাহবুরের নেতৃত্বে আমাকে কিল-ঘুষি মারা হয়। এরপর আসাদ মোটরসাইকেলের হেলমেট নিয়ে মাথায় আঘাত করে।’

 

আরও খবর

🔝