gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ অপহরণের অভিযোগ দিয়ে হয়রানী

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ১০:০৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-24_66292d7002c48.jpg

যশোরের শালিয়াটে প্রেমজ সম্পর্কের পর বৈধভাবে বিয়ে ও সংসার করা রকি হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ এনে হয়রানী করা হয়েছে। স্ত্রী রিচি খাতুনের স্টেটমেন্টের পর মামলা খারিজ হয়ে গেলেও নয়া কৌশল এঁটেছেন যুবকের শ্বশুর পক্ষ। কৌশলে মেয়েকে ডেকে নিয়ে তার মামার বাড়িতে আটকে রেখেছেন। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আদালতে মামলা দিয়ে স্ত্রীকে ফেরত দাবি করেছেন।
স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল রাখতে আদালতের সহায়তা কামনা করেছেন তিনি। মামলায় শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়েছে।
মামলা ও বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগ থেকে তথ্য মিলেছে, প্রেমজ সম্পর্কের পর শালিয়াট গ্রামের নুর ইসলামের ছেলে রকি হোসেনের সাথে একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে রিচি খাতুনের বিয়ে হয়। গত বছরের ২৩ আগস্ট এক লাখ টাকা দেনমোহরানায় বিয়ের কাবিন রেজিস্ট্রি সম্পন্ন হয়। বিয়ের পর থেকে রীতিমত ঘর সংসার করতে থাকেন রকি ও রিচি। বিয়ের পর তাদের ঔরষে রিচির গর্ভে ৩ মাসের সন্তানও আসে। কিন্তু এই বিয়ে ও সংসার রিচির বাবা রেজাউল ও মা কোহিনুর বেগম মানতে না পেরে নানামুখি ষড়যন্ত্র করেন। থানায় মিথ্যা অপহরণের অভিযোগ করে হয়রানী করেন। মেয়ে রিচি প্রেমজ সম্পর্ক ও বৈধ বিয়ের এস্টেটমেন্ট দিলে তাদের অভিযোগ ও মামলা খারিজ হয়ে যায়। এসময় নয়া কৌশল নিতে থাকেন শ্বশুর ও শাশুড়ি। রকিকে বিপদে ফেলতে নতুন কৌশল হিসেবে মেয়ে রিচিকে বেড়ানোর উদ্দেশ্যে ডেকে নিয়ে যান গত ৩ মার্চ। এরপর মামার বাড়িতে আটকিয়ে রেখেছেন। স্ত্রী রিচিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রকি একাধিকবার শ্বশুরালয়ে গেলে শ্বশুর শাশুড়ি তাকে ফিরিয়ে দেন। জানান তাদের মেয়ে তার সাথে আর সংসার করবে না। যা সম্পূর্ণ মিথ্যা। রকি মামলায় দাবি করেছেন, স্ত্রীর উপর কখনই অত্যাচার নির্যাতন করেননি। তারা বৈধ স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন নির্বাহ করার অধিকার রাখেন তিনি।
এদিকে রিচি খাতুন একটি তদন্ত টিমের কাছে তার স্বেচ্ছায় বিয়ে প্রেমজ সম্পর্ক নিয়ে নিজ হাতে লিখে স্টেটমেন্ট দিয়েছেন। রিচি জানিয়েছেন, তার বয়স-১৮ বছর ৭ মাস। রকির সাথে প্রেমজ সম্পর্কে জড়িত ছিলেন। সেটা কিছুদিন যাওয়ার পর তার আম্মাকে জানান। এরপরও তাকে দেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ছেলে নিয়ে আসতেন তার মা। তখন রিচি তার মাকে জানান রকি হোসেনকে গত বছরের ২৩ আগস্ট বিয়ে করেছেন। এ ঘটনায় রিচির উপর তার বাবা মা রাগ করে এবং অন্যত্র বিয়ে দেয়ার জন্য চেষ্টা করেন। তখন রিচি স্বামী রকিকে জানান, তার আব্বু তাকে বিয়ে দেয়ার চেষ্টা করছে। এরপর মা কোহিনুর বেগম মেয়ে রিচিকে মামার বাড়িতে নিয়ে আটকে রাখেন। ইউনিয়নের চেয়ারম্যানও ঘটনা অবগত আছেন।
রিচি জানান, তিনি স্বামী রকির সাথে সংসার করতে চান। বাবা মা তাদের বিয়ে ও সংসার না মানলেও তিনি স্বামীর কাছেই থাকতে চান।

আরও খবর

🔝