gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ তীব্র তাপপ্রবাহে পুড়ছে খুলনা বিভাগ

সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:২১:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ০৭:৩৮:৩৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-25_662a5c83cf0b0.jpg

তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর ও চুয়াডাঙ্গাসহ গোটা খুলনাঞ্চল। গত ১৫ দিন যাবৎ এ অঞ্চলের মানুষ বিপর্যস্ত পরিবেশে বসবাস করছে। প্রখর রোদ ও গরমের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গা।
তীব্র দাবদাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। শহরের বেশ কিছু সড়কের পিচ গলে যেতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যেতে জেলা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, বৃহস্পতিবার খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে যশোর ও চুয়াডাঙ্গায়। এ দুটি জেলায় বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি। এছাড়া খুলনায় ৪১.৩ ডিগ্রি, কুষ্টিয়ার কুমারখালীতে ৪১.২ ডিগ্রি, সাতক্ষীরায় ৪০ দশমিক ৫ ডিগ্রি, মোংলা ৪০ ডিগ্রি এবং কয়রায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আর পাবনার ইশ্বরদীতে ৪১.৫ ডিগ্রি এবং রাজশাহীতে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পুরো এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ থাকতে পারে।
যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। তারা যেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। আর বের হলেও ছাতা ব্যবহার করতে হবে।

আরও খবর

🔝