gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ এভারেস্টের চূড়ায় বাংলাদেশি বাবর আলী সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন
বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে কোনো রাজনীতি নেই : ফিরোজ রশিদ
প্রকাশ : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:১৩:০০ পিএম , আপডেট : রবিবার, ১৯ মে , ২০২৪, ১১:০৩:৫৯ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-04-26_662b7e3e2c8fb.jpg

জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, ভবিষ্যতে বড় রাজনৈতিক দলের বাইরে কেউ টিকতে পারবে না। তিনি বলেন, বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি নেই। একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা ও নিজের কিছু আখের গোছানো ছাড়া। অনেক ছোট দলের কথাও গুরুত্ব সহকারে ছাপানো হয়। কারণ তাদের রাজনীতি আছে। এজন্য জনগণ আমাদের ওপর মুখ ফিরিয়ে নিচ্ছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেতে পারবে, কিন্তু আস্থার সংকট আছে।
তিনি বলেন, 'আমরা স্থানীয় সংসদ নির্বাচন বয়কট করিনি। কাউকে বলিও নাই। যদি কারও ইচ্ছা থাকে তারা করবে। স্থানীয় সংসদ নির্বাচনে মার্কা দিয়ে কোন হানাহানিতে যেতে চাইনা।'
তিনি বলেন, স্বাধীনভাবে রাজনীতি করার কোন সুযোগ থাকবেনা। একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।
জাপা নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, 'আমরাই মূল স্রোত। দেখতে থাকুন, অচিরেই বুঝতে পারবেন লাঙ্গল কার। রওশন এরশাদের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।'
জাপা মহাসচিব মহাসচিব কাজী মামুনূর রশিদ ও পার্টির সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝