gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৭:১৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০২:৩৯:৫৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-27_662cfda20a584.JPG

চলতি বছর মেয়েদের টি-২০ বিশ্বকাপ। বিশ্ব আসরের এই মঞ্চে নামার আগে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশ সফর এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় নারীরা। প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের নারী ক্রিকেটারা।
সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। রোববার বিকেল চারটায় শুরু হবে ম্যাচ। তার আগে শনিবার সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজদ ক্লকের সামনে এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। যেখানে ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
সাধারণ সিলেটে কোনো সিরিজ আয়োজিত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেলার ঐতিহ্য চা বাগানকে ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করে। তবে এবার বিসিবি তুলে এনেছে সিলেট জেলার ১৫০ বছরের পুরনো ঐহিত্যকে।
সুরমা নদীর পাড় আর সারদা হলের মাঝখানে শহরের জিরো পয়েন্ট। তার ঠিক ১০০ মিটারের মধ্যেই আলী আমজাদের ঘড়ির অবস্থান। কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে ঠাঁয় দাঁড়িয়ে আছে এটি ১৮৭৪ সাল থেকে। ওই বছর তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেটে সফরে এসেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন। নামকরণ করেন নিজের ছেলে আলী আমজাদ খানের নামে।
সিলেটে সংবাদ সম্মেলনে আসেন স্বাগতিক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, আমি যেটা চিন্তা করছি এটা সুযোগ হিসেবে দেখছি। কারণ ভারত ভালো দল এবং তারা কিন্তু ফুল প্যাকেজ নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে হয়তো তারা এই টিমটাই খেলবে। ওদের জন্য একটা ভালো প্রস্ততির সুযোগ, আমাদের জন্যও।

আরও খবর

🔝