gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বায়োস্কোপ ও পুতুল নাচ মাতালো দর্শকদের
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৯:৫৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১২:০৪:৪৬ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-27_662d2109cc05a.png

‘এই ডাইনে বামে নজর করেন, সামনে দেখেন গ্রাম আছে, কত সুন্দর পাহাড় আছে, ঝরণা দেখেন পানি পড়ে’Ñএই সুর ও ছন্দের তালে তালে ধারা বিবরণী বায়োস্কোপওয়ালার। ক্যান্টনমেন্ট কলেজ যশোরের দিনব্যাপী বৈশাখি মেলায় ছিলেন বায়োস্কোপওয়ালা সৈনিক জাহিদ হোসেন। তিনি কলেজেরই প্রাক্তণ ছাত্র। নিজেই গান গাচ্ছেন, বাজাচ্ছেন খঞ্জনি। বক্সের ভেতরে পাল্টে যাচ্ছে ছবি। আর তাই দেখে গল্পের জগতে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা।
মেলার আর এক আয়োজন ছিলো পুতুল নাচ। সেখানে নারায়ণগঞ্জ থেকে এছেছিলেন ‘তাজমহল পুতুল নাচ’ দল। দলপ্রধান আক্তার হোসেনের ধারাবিবরণীতে একে একে বিভিন্ন চরিত্রের পুতুলের অভিনয় দেখলো ক্যান্টনম্যান্ট কলেজ যশোর পরিবার। আক্তার হোসেনের ধারাবর্ণনা ছিলো উপভোগ্য। একটি পুতুল চরিত্রে ছিলো নায়িকা মৌসুমী। এ চরিত্র দর্শকের সামনে আসলেই শুরু হলো আক্তার হোসেনের সঙ্গে মৌসুমীর কথোপকথন। তিনি নিজেই ডুয়েট করলেন, ‘বহুত আচ্ছা, ও দিদি আপনার নাম কি? মৌসুমী। তো দিদি এখানে কি কারণে আসছেন? আমি নাচতে আসছি, গান গাইতে আসছি। তাই নাকি! ভালো কথা। তো আপনার নাচ এবং গান দেখান দর্শককে। দর্শক দেখবে। পছন্দ হলে পুরষ্কার দেবে। বহুত আচ্ছা।’
শনিবার ক্যান্টনমেন্ট কলেজ যশোর ক্যাম্পাসে আয়োজিত বেশাখি মেলায় বায়োস্কোপ ও পুতুল নাচের স্টলে ছিলো উপচে পড়া ভিড়। গানের তালে তালে বায়োস্কোপে ভাষা অন্দোলন, বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধ, বিজয়ের উল্লাস, টম এন্ড জেরি, মটু পাতলু, গ্রামের দৃশ্য, নদী, গ্রামীণ ঘরবাড়ি, হেমিলিওনের বাঁশিওয়ালা, গ্রামীণ বিবাহ, মিনা, রাজু এবং গ্রামের মাঠে খেলাধুলার ছবি দেখানো হয়। পুতুল নাচের মঞ্চে নাইকা মৌসুমীর নৃত্য ও গান, লতিপ সরকারের বাউল গান, বেদের মেয়ে জোৎসার সাপ খেলা, একাব্বর বাদশার ঘোড়ায় চড়ে গান, ভানুমতি সুন্দরীর বিয়ের মধ্য দিয়ে শেষ হয় সবগুলো পর্ব।

 

আরও খবর

🔝