gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রংপুরে জামায়াতের মহাসমাবেশ : আসছে দলে দলে মানুষ বেনাপোল বন্দরে ২০টি সার্বিয়ার ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক শেষ ম্যাচেও জয়ের লক্ষ্যে সিরিয়াস আফঈদা-মনিকারারা শুবমান গিলের ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস, বিপদে ইংল্যান্ড অভয়নগরে হাবিবুর হত্যা মামলায় ‘তাবিজ ফারুক’ আটক যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে ভিডিও পাঠিয়ে চাঁদাদাবি, অবশেষে ধরা মণিরামপুরের জাফর তালেবান নিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিল রাশিয়া সাতক্ষীরায় পিকআপের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০’র বেশি ফিলিস্তিনি নিহত
হত্যার ২১ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০১:৫১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৭ জুন , ২০২৫, ১১:৫২:১৩ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-29_662f537a70f55.jpg

হত্যার ২১ বছর পর ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন আদালত। সোমবার (২৯ মার্চ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজাপ্রাপ্তদের মধ্যে আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মণ্ডল, শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জহুরুল ও উকিল পলাতক আছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাত ১২টার দিকে পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামের কৃষক আব্দুর রহমানকে একই গ্রামের আ: গফুরসহ বেশ কয়েকজন ধানের জমি থেকে তুলে নিয়ে যায় কালামের বাড়িতে। সেখানে আব্দুর রহমানকে লাঠি, লোহার রড, সাইকেলের চেইন ও কারেন্টের তার দিয়ে বেধড়ক মারপিট ও নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে ২৩ নভেম্বর ২৪ জনের নাম উল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে ২০০৩ সালের ৩ এপ্রিল তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা জাহেদুল হক ১৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামরঅর দীর্ঘ শুনানি শেষে রোববার দুই আসামির অনুপস্থিতিতে ও ১৭ জনের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন, সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি), উদয় শিং (এপিপি)। আসামিপক্ষের আইনজীবী ছিলেন, মোস্তাফিজুর রহমান ও সোহেলী পারভীন সাথি।

আরও খবর

🔝