gramerkagoj
বুধবার ● ১৫ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ডলারের বিপরীতে জাপানি মুদ্রার রেকর্ড দরপতন
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:২৩:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৪:১২:২১ পিএম
অর্থকড়ি ডেস্ক:
GK_2024-04-29_662f5fa74c93b.jpg

জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে সোমবার (২৯ এপ্রিল) জাপানি মুদ্রার মান দাঁড়িয়েছে ১৬০ দশমিক ১৭ ইয়েন, যা ১৯৯০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। ফলে ধারণা করা হচ্ছে, এ ব্যাপারে জাপানি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে।
মূলত ২০২১ সারের পর থেকেই কমতে থাকে জাপানি মুদ্রার মান। কারণ ব্যাংক অব জাপান সুদের হার তুলনামূলকভাবে কমই রাখছে। অন্যদিকে ফেডারেল রিজার্ভ ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে।
১৭ বছর পর গত মাসে সুদের হার বাড়ায় জাপানের কেন্দ্রীয় ব্যাংক। তারপরেও ধারবাহিকভাবে পতন হতে থাকে মুদ্রাটির। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। তাই সহসাই কমছে না সুদের হার।
তবে মুদ্রার মান কম হওয়ার কারণে রপ্তানি বেড়েছে দেশটির। পাশাপাশি জাপানে ভ্রমণকারীরও পাচ্ছে বাড়তি সুবিধা। কিন্তু চাপ বাড়ছে আমদানি খরচে।
জাপানি কর্মকর্তারা বারবার বলেছেন তারা বিনিময়ে হারের ব্যাপারে পদক্ষেপ নেবেন যদিও কর্তৃপক্ষ এ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে।
শুক্রবার জাপানি কেন্দ্রীয় ব্যাংক বেঞ্চমার্ক হার শূন্য দশমিক শূন্য এক শতাংশে অপরিবর্তিত রেখেছে।
সূত্র: আল-জাজিরা

আরও খবর

🔝