gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
জামালকে হারালেই চ্যাম্পিয়ন আবাহনী
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৫:৫৬:০০ পিএম , আপডেট : বুধবার, ১৫ মে , ২০২৪, ০২:৩০:২৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-29_662f8c8b65346.jpg

মোহামেডান, শাইনপুকুর যে দল যাই করুক ৩০ এপ্রিল বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। আগের বছরের মতো এবারও লিগ বিজয়ী হবে তারা।
প্রথম পর্বের সব ক’টি ম্যাচ জিতে আবাহনী শীর্ষে ছিল, সুপার লিগের প্রথম দু’টি খেলায় জয়রথ সচল রেখে তারা এখনও পয়েন্ট পয়েন্ট টেবিলে সবার ওপরে। ১৩ ম্যাচে শতভাগ সাফল্য পাওয়া আবাহনীর বর্তমান পয়েন্ট ২৬। আর নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডানের ২০। মঙ্গলবারের খেলার আগে পর্যন্ত লিগ টেবিলে এক নম্বরে থাকা আবাহনীর সাথে দ্বিতীয় স্থানে অবস্থানরত মোহামেডানের পয়েন্ট পার্থক্য ছয়।
মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে জিতলেই আবাহনীর পয়েন্ট হবে ২৮। বিকেএসপির অপর মাঠে মোহামেডান শাইনপুকুরের সাথে জিতলে সাদা-কালোদের পয়েন্ট হবে ১৩ খেলায় ২২।
অর্থাৎ দু’দলের পার্থক্যটা ৬ পয়েন্টই থাকবে। তাতে করে আবাহনী শেষ দুই খেলায় হারলেও লিগ টেবিলের চালচিত্রর কোনই রদবদল ঘটবে না। লিগ শিরোপা উঠবে আবাহনীর ঘরেই।
কারণ এ মুহূর্তে পয়েন্ট টেবিলে আবাহনীর ঠিক পেছনেই অবস্থান করছে মোহামেডান। সাদা-কালোরা শেষ দুই ম্যাচ জিতলেও ২৬ পয়েন্টের বেশি তুলতে পারবে না। কাজেই মঙ্গলবার মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে জিতে গেলে আর কেউ আবাহনীকে ধরতে পারবে না।

আরও খবর

🔝