gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মহেশপুরে ৩ কোটি টাকার সোনার বারসহ দু’ভাই আটক
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৭:৫৩:০০ পিএম
ঝিনাইদহ অফিস:
GK_2024-04-29_662fa74f8c836.JPG

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিন কোটি টাকার তিন পিস সোনার বারসহ দুই ভাইকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী সুন্দরপুর গ্রামের জুয়েল রানা (২৭) ও সুমন (২৩)। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের নগরবন্নী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এ সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। দুপুর ২টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়া গাড়ির গতিরোধ করে তারা। সে সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় তিন কেজি ৫৫৮ গ্রাম ওজনের তিন পিস সোনার বার। যার আনুমানিক মূল্যে তিন কোটি ৩৩ লাখ টাকা। এ ঘটনায় আটক করা হয় দুই ভাই জুয়েল ও সুমনকে।
তিনি আরো বলেন, সোনার বার শুল্ককর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় আটককৃত আসামিদেরকে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝