gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
পাকিস্তানের তিনটি ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৭:৫৭:০০ পিএম , আপডেট : বুধবার, ১৫ মে , ২০২৪, ০২:৩০:২৬ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-30_6630f938ef4fc.jpg

পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর আয়োজক । এই আসরের জন্য তিনটি ভেন্যু বাছাই করে আইসিসির কাছে প্রাথমিক সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিকে।
এ বিষয়ে পিসিবি প্রধান মোহসীন নাকভি বলেছেন, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিডিউল আমরা আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছিল, তাদের সঙ্গে আমাদের খুব ভালো একটা সভা হয়েছে। তারা আমাদের সব ধরনের প্রস্তুতি ও আয়োজন দেখেছে। আমরা তাদের সঙ্গে স্টেডিয়াম উন্নীতকরণ পরিকল্পনাও শেয়ার করেছি। আইসিসির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা পাকিস্তানে অত্যান্ত সফল একটি টুর্নামেন্ট আয়োজেনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সবশেষ ১৯৯৬ সালে আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছিল পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল ওয়ানডে বিশ্বকাপ। ২০০৮ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছিল তারা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা পরে পাকিস্তান থেকে সরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।

আরও খবর

🔝