gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ১১৭ রান
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৬:৫৮:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ০৪:১৪:৩৩ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-02_66338e2f34526.jpg

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের নারী দল। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রান করেছে স্বাগতিকরা।
শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন জুটি দলকে ভাল রান উপহার দেন। দীপ্তির থ্রোতে ১৬ বলে নয় রান করা মুর্শিদা রান আউট হন। পরের ওভারে ফিরে যান দিলারাও। রেনুকা সিংয়ের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হন। তিনি করেন ২৭ বলে পাঁচটি চাে র ৩৯ রান।
এরপর ইনিংসের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। কিন্তু রানের গতি কমে যায় কিছুটা। তাদের ২৮ বলের জুটিতে একটি বাউন্ডারিতে আসে ২৩ রান। এই জুটিও ভাঙে রান আউটের মধ্যে দিয়ে। আউট হন সোবহানা। তার আগে তিনি করেন ২০ বলে ১৫ রান। পরের বলে ফাহিমা আক্তার হয়ে যান এলবিডাব্লু।
বাংলাদেশের ভালো সংগ্রহ গড়ার শেষ ভরসা ছিলেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু তিনও বেশিদুর দলকে টানতে পারেননি। ১৯তম ওভারে রাধার বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান জ্যোতি। বল তার প্যাডে লাগলে আম্পায়ার আঙুল তুলে দেন। তার বিদায়ের পর বাকি ৯ বলে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। তিন বলে সাত রান করে অপরাজিত থাকেন রাবেয়া খান।
ভারতের পক্ষে চার ওভারে ২২ রান দিয়ে দু’টি উইকেট নেন রাধা যাদব। একটি করে উইকেট পেয়েছেন রেনুকা সিং, পূজা ভাস্ত্রেকার ও শ্রেয়াংকা পাটিল।

আরও খবর

🔝