gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ১১:০৫:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-05-04_6635bc682c661.jpg

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। শুক্রবার (০৩ মে) কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে ভারত সরকারের কোন যোগসূত্র রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রেপ্তার ওই তিন ব্যক্তি হলেন— করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২)। শুক্রবার আলবার্টার এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আগামী সোমবারের মধ্যে তাদের ব্রিটিশ কলম্বিয়ায় নিয়ে আসা হবে।
এর আগে গতবছরের ১৮ জুন হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় এই হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তোলে কানাডা। এর জেরে চির ধরে দুই দেশের সম্পর্কেও। সম্পর্ক এতটাই খারাপ অবস্থায় পৌঁছায় যে, পাল্টাপাল্টি দুই দেশের কূটনীতিকদের বহিস্কার করা হয় সে সময়।
শুক্রবার সন্দেহভাজন তিনজনকের গ্রেপ্তার পর রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ভারত সরকারের কোন সম্পর্ক রয়েছে কী না তা খতিয়ে দেখছি আমরা।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে চেয়ে রাজধানী অটোয়ায় ভারতের প্রধান দূতাবাস কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু কোনো মুখপাত্র ও কর্মকর্তা এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি।
এর আগে গত সপ্তাহে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তহত্যার পরিকল্পনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস।

আরও খবর

🔝