gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ টি-২০ বিশ্বকাপ

দর্শকদের আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৬:২৭:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-04_66362a4e4ff34.jpg

আগামী ১ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে শুরু ব্যাট বলের লড়াইটা। আসরে গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরই মধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। বরাবরের মতো অন্যান্য ম্যাচের চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দিকেই আগ্রহ ক্রিকেটভক্তদের। দর্শকদের হুড়োহুড়িতে হু হু করে বাড়ছে এই ম্যাচের টিকিটের দামও।
চাহিদা বেশি থাকায় এরই মধ্যে টিকিটের দাম বেড়েছে দ্বিগুণ। শুরুর দিকে টিকিকের দাম ছিল এক হাজার ৩০০ ডলার, সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে দুই হাজার ৫০০ ডলারে। অর্থাৎ দামের হিসেবে যা বেড়েছে প্রায় দ্বিগুণ। এই ম্যাচের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ার কারণ যুক্তরাষ্ট-কানাডায় প্রচুর ভারতীয় ও পাকিস্তানের অভিবাসী বসবাস করেন। নিজ দেশের ক্রিকেটারদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারেন না তারা। যে কারণেই এবারের সুযোগ হাতছাড়া করতে চাইছে না দু’দেশের ক্রিকেটপ্রেমীরা।
বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত ও পাকিস্তানের সাফল্যের মধ্যে ব্যবধান অনেক। সাতবার মুখোমুখি হয়েছে দেশ দু’টি। ছয় বারই জিতেছে ভারত।

আরও খবর

🔝