gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫ ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী নায়েব আলী জোয়ারদার
মণিরামপুরে স্বামী-স্ত্রীকে বেধে লুটের ঘটনায় চারজন আটক
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ১২:৩৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-05_6637292870a08.jpg

যশোরের মণিরামপুরের এক বাড়িতে স্বামী-স্ত্রীকে বেধে ঘরের মালামাল লুটের ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সবাই আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।একই সাথে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টিভি , পানির পাম্প, দুটি গরু ও একটি পিকআপ । ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। আটককৃতরা হলেন, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ হৃদয়, খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার হৃদয় ও রুপসা থানার ইলাহীপুর গ্রামের শওকত আলী শেখের ছেলে আবুল কালাম শেখ।

ডিবি পুলিশের অফিসার ইসচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে আটক আসামিসহ অজ্ঞাত কয়েকজন অস্ত্রসহ প্রবেশ করে। এরপর তারা ঘরে ঢুকে আতিয়ার ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে মারপিট করে মুখ ও হাতপা বেধে ফেলে। এসময় তারা ঘরে থাকা বিভিন্ন সোনার গহনা, দুটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুটি গাভি গরু নিয়ে চলে যায়। এ ঘটনায় আতিয়ার রহমান মণিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বপায় ডিবির এসআই শামীম হোসেন। তিনি তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাদেরকে আটক করে এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেন।

তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, আটককৃতদের সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝