gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫

❒ নারী টি-২০ বিশ্বকাপ

কঠিন গ্রুপে বাংলাদেশ
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০৭:৩৪:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-05_66378b21a7e66.JPG

অক্টোবরে ঢাকা ও সিলেটের দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। মোট ম্যাচ ২৩টি। বিশ্বকাপ উপলক্ষে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে গ্রুপিং ও খেলার সূচি।
নারী বিশ্বকাপের এটি নবম আসর। এ আসরে অংশ নেবে ১০টি দল। পাঁচটি দলকে নিয়ে তৈরি হয়েছে দু’টি গ্রুপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে প্রতি গ্রুপের সেরা দু’টি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ৩ অক্টোবর শুরু হয়ে নারী টি-২০ বিশ্বকাপ শেষ হবে ২০ অক্টোবর।
বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। এটি হলো ‘বি’ গ্রুপ। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাছাই পর্বে দ্বিতীয় হওয়া দল। ‘এ’ গ্রুপে রয়েছে রেকর্ড ছয় বারের নারী টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বে ১ম হওয়া দল।
গ্রুপ ‘এ’র খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ‘বি’র খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
অনুষ্ঠিত গ্রুপিং ও সূচি নির্ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কউর।
অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর বিশ্বকাপ ট্রফি নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় একটি সফল বিশ্বকাপ আয়োজন করার জন্য শুভকামনা জানান তিনি।
বিশ্বকাপের প্রথমদিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথমদিনের প্রতিপক্ষ কে, তা এখনও অজানা। বাছাই পর্ব থেকে দ্বিতীয় হয়ে আসা দেশটি হবে বাংলাদেশের প্রতিপক্ষ। তার আগে উদ্বোধনী ম্যাচে ২০২৩ সালের রানারআপ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে ৪ অক্টোবর সিলেটে। তাদের প্রতিপক্ষ হবে বাছাই পর্ব থেকে এক নম্বরে থাকা দলটি। বিশ্বকাপে সবচেয়ে আকাঙ্খিত ম্যাচটি হবে, ৬ অক্টোবর, ভারত-পাকিস্তানের মধ্যকার। ভেন্যু সিলেট।

আরও খবর

🔝