gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের নারী ক্রিকেটারদের লক্ষ্য ১২৫ রান
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৭:৪১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-06_6638e2ec19a8a.JPG

ভারতের বিপক্ষে চতুর্থ টি-২০’তে বোলিংট খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশের নারী বোলাররা। বৃষ্টি বিঘিœত ম্যাচে রান বিলিয়েছেন স্বাগতিক বোলাররা। ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে ভারত নারী দল। তাদের সংগ্রহ ১২২ রান। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।
সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি আইনে নির্ধারিত ১৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২২ রান করে ভারত। বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ১২৫ রানের।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। দুই রান করা এই ওপেনার শরিফা খাতুনের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়েছেন। তবে তিনে নেমে রানের চাকা সচল রাখেন হেমলতা। তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২২ রান।
আরেক ওপেনার স্মৃতি মান্দানাও দারুণ শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে করেছেন ২২ রান। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও দ্রুত রান তোলেন। কারণ পাঁচ ওভার পাঁচ বলে খেলা শেষে ম্যাচে হানা দেয় বৃষ্টি। ঘন্টা খানেক ম্যাচ বন্ধ ছিল। এর ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে।
১৪ ওভারের ম্যাচ হওয়ায় আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা। তাতে সফলও হয়েছেন। বিশেশ করে হারমানপ্রীত। অধিনায়ক ২৬ বলে করেছেন ৩৯ রান। রিকা ঘোষ করেছেন ১৫ বলে ২৬ রান।

আরও খবর

🔝